
Daily Current Affairs in Bengali : 29 August 2025
International CA: 29 August 2025
- 29 আগস্ট আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা দিবস পালিত হলো।
- WHO হেপাটাইটিস D ভাইরাসকে ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে ঘোষণা করল, যা লিভার ক্যান্সারের সাথে যুক্ত।
- ভারত ও ভুটানের মধ্যে একটি চুক্তির অধীনে তৈরি 1200 মেগাওয়াট পুনাৎসাঙ্গছু-II জলবিদ্যুৎ প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
National CA: 29 August 2025
- 29–31শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস 2025 উদযাপিত হচ্ছে; থিম “Ek Ghanta, Khel ke Maidan Main”
- প্রধানমন্ত্রী জনধন যোজনা (PMJDY) 28শে আগস্ট 2025-এ 11 বছর পূরণ করেছে। প্রায় 56.10 কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে।
- কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী UN Women's SheLeads II প্রোগ্রামের দ্বিতীয় সংস্করণ উদ্বোধন করেছেন।
- কেন্দ্রিয় মন্ত্রী যতীন্দ্র সিং ভারতের ন্যাশনাল বায়োফাউন্ডরী নেটওয়ার্ক এবং যুবকদের জন্য BioE3 চ্যালেঞ্জ উদ্বোধন করেছেন।
- সরকার এক্সপার্ট প্রমোশন মিশনের 2025-31 অধীনে প্রায় 25,000 কোটি টাকার সহায়তার কথা ঘোষণা করেছে।
- স্ট্রাটেজিক ইন্টারভেনশন্স ফর গ্রীন হাইড্রোজেন ট্রান্সিশন (SIGHT) প্রকল্পের মাধ্যমে গ্রীন অ্যামোনিয়া মূল্য কমে হলো ₹55.75/কেজি।
- ভারতের প্রাণিসম্পদ ও দুগ্ধ উৎপাদন বিভাগ গ্ল্যান্ডার্স রোগ নিয়ন্ত্রণ ও নির্মূল করার জন্য সংশোধিত জাতীয় কর্মপরিকল্পনা প্রকাশ করেছে।
State CA: 29 August 2025
- মিজোরাম বিধানসভা "মিজোরাম প্রহিবিশন অফ বেগারি বিল 2025" পাশ করেছে, যার উদ্দেশ্য ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করা এবং ভিক্ষুকদের পুনর্বাসনে সহায়তা করা ।
- কেরালা ও তামিলনাড়ুতে মুথুভান উপজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষার জন্য একটি সম্মেলন শুরু হয়েছে।
- চণ্ডীগড়ের সুখনা হ্রদকে জাতীয় জলাভূমি ঘোষণা করা হয়েছে; এখানে এশিয়ার দীর্ঘতম রোয়িং চ্যানেল রয়েছে।
Sports CA: 29 August 2025
- নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, ডায়মন্ড হারবার এফসি-কে হারিয়ে ডুরান্ড কাপ 2025 জিতলো।
- সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্চারি ইয়ুথ চ্যাম্পিয়নশিপ 2025 -এ ভারত 4টি স্বর্ণপদক সহ মোট 8টি পদক জিতেছে।
- সম্প্রতি চিনে অনুষ্ঠিত "বেল্ট এন্ড রোড" বক্সিং টুর্নামেন্টে ভারত 26টি পদক পেয়েছে।
- মহম্মদ সালাহ ও মারিওনা ক্যালডেন্টে PFA বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
Appointment CA: 29 August 2025
- বিচারপতি অলোক আরাধে ও বিচারপতি বিপুল পাঞ্চোলি -কে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন।
Defence CA: 29 August 2025
- ভারতীয় বায়ুসেনা ছয় দশকের সার্ভিসের পর MiG-21 যুদ্ধবিমানকে অবসর দিয়েছে।
Science & Tech CA: 29 August 2025
- মহাকাশ বিজ্ঞানীরা UPM J1040−3551 AabBab নামে একটি বিরল চার নক্ষত্র বিশিষ্ট ব্যবস্থা আবিষ্কার করেছেন।
- নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে ইউরেনাসের 29তম উপগ্রহ, S/2025 U1, আবিষ্কার করা হয়েছে ।
Awards CA: 29 August 2025
- কর্ণাটকের ফাতিমা বিবি Women's Self-help Group UNDP-এর ইকুয়েটর প্রাইজ জিতেছেন।
Daily Current Affairs in Bengali MCQ
Q1. প্রতি বছর 29শে আগস্ট কোন দিবস পালিত হয়?
Q2. কোন দুটি শহরকে ভারতের প্রথম পারমাণবিক শক্তি সম্পন্ন শহর বলা হয়?
Q3. নিম্নলিখিত কোন পুরস্কারের নাম মেজর ধ্যান চাঁদের নামে রাখা হয়েছে?
Q4. মূলত কোন রাজ্যের কৃষকদের উৎসব নুয়াখাই (Nuakhai)?
Q5. মিজোরাম বিধানসভা সম্প্রতি ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করার জন্য কোন বিল পাশ করেছে?
Q6. কমনওয়েলথ গেমস 2030 আয়োজনের জন্য কোন শহরকে প্রস্তাবিত হয়েছে?
Q7. ন্যাশনাল বায়োফাউন্ড্রি নেটওয়ার্ক কোন মন্ত্রকের অধীনে চালু করা হয়েছে?
Q8. কোন ভারতীয় ফুটবল দল ডুরান্ড কাপ 2025-এর শিরোপা জিতেছে?
Q9. ভারতের বায়ুসেনা কত বছর পর MiG-21 যুদ্ধবিমানকে পরিষেবা থেকে অবসর দিয়েছে?
Q10. ভারতে গ্ল্যান্ডার্স রোগ নির্মূল করার জন্য কোন মন্ত্রক সংশোধিত জাতীয় কর্মপরিকল্পনা প্রকাশ করেছে?
Q11. সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত?
Q12. কোন নদীর উপর পুনাৎসাঙ্গছু-II জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত?
Q13. ইউরেনাসের নতুন আবিষ্কৃত 29তম চাঁদের নাম কী?
Q14. কোন রাজ্যের বিধানসভা সম্প্রতি একটি বিল পাশ করেছে যা দিয়ে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করা হবে?
Q15. কোন প্রতিষ্ঠানগুলি সম্মিলিতভাবে হেপাটাইটিস ডি ভাইরাসকে কার্সিনোজেনিক হিসাবে শ্রেণীবদ্ধ করেছে?
Q16. 2025 সালের জাতীয় ক্রীড়া দিবসের থিম কী ছিল?
Q17. ভারতের প্রথম ন্যাশনাল বায়োফাউন্ড্রি নেটওয়ার্ক কে উদ্বোধন করেন?
Q18. কোন প্রকল্পে গ্রিন অ্যামোনিয়া মূল্য নেমে এলো ₹55.75/কেজিতে?
Q19. ভারতীয় বায়ুসেনা কোন যুদ্ধবিমান 2025 সালে অবসর দিল?
Q20. UNDP ইকুয়েটর প্রাইজ 2025 কোন মহিলা SHG জিতেছে?
Q21. সুখনা হ্রদ কোন শহরে অবস্থিত?
Q22. বিশ্বের 29তম উপগ্রহ কে আবিষ্কার করল?
Q23. WHO কোন ভাইরাসকে 2025 সালে ক্যান্সার সৃষ্টিকারী ঘোষণা করল?
===== X =====
Current Affairs : 29 August 2025 এর ফ্রী পিডিএফ ডাউনলোড করুন
File Name: Daily CA 29 August 2025
File Type: PDF
Total Page: 2
File Size: 56 Kb
Download Link: এখানে ক্লিক করে ডাউনলোড করুন
Navigation: এই পোস্টটি আমাদের ওয়েবসাইট এর August 2025 Current Affairs -এর মধ্যে অন্তর্ভুক্ত যা Today Current Affairs in Bengali, Current Affairs in Bengali 2025, Monthly Current Affairs in Bengali 2025 এই টপিক গুলি কভার করে।
===== ধন্যবাদ =====
আরও পড়ুন
30 আগস্ট 2025 Current Affairs in Bengali