28 August 2025 - Current Affairs in Bengali | Today Current Affairs in Bengali PDF

প্রিয় বন্ধুরা,
আজকের এই Daily Current Affairs Bengali পোস্টে 28 আগস্ট 2025 এর গুরুত্বপূর্ণ Current Affairs Bengali -তে শেয়ার করা হল যা আপনাদের বিভিন্ন Government Job এর পরীক্ষায় ভীষণ উপযোগী। আপনাদের সুবিধার জন্য Daily Current Affairs in Bengali পোস্টটির ফ্রী পিডিএফ এই পোস্টটির শেষে Today Current Affairs in Bengali pdf এবং Current Affairs in Bengali pdf সেকশনে দেওয়া হল।
Daily Current Affairs in Bengali

Current Affairs in Bengali : 28 August 2025

International CA:

  • লিথুয়ানিয়া দেশের নতুন প্রধানমন্ত্রী হলেন ইনগা রুগিনিয়েনে।
  • মিশরে ভারত সহ 43টি দেশের অংশগ্রহণে শুরু হলো "এক্সারসাইজ ব্রাইট স্টার 2025" সাময়িক মহড়া।

National CA:

  • ভারত সরকার প্রতিবছর 23 সেপ্টেম্বর "আয়ুর্বেদিক দিবস" উদযাপনের জন্য ঘোষণা করেছে; 2025 সালের থিম “Ayurveda for People & Planet।”
  • কেন্দ্রীয় মন্ত্রিসভা পিএম স্বনিধি প্রকল্পের ঋণ দেওয়ার সময়সীমা 31 মার্চ 2030 পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে।
  • ভারতে পশুর যত্নের জন্য প্রথম জাতীয় পশু রক্ত ​​সঞ্চালন নির্দেশিকা চালু করেছে সরকার।
  • প্যারিস চুক্তির আওতায় কার্বন ট্রেডিং দেখভালের জন্য গঠিত হলো 21 সদস্যের একটি ন্যাশনাল ডিজাইনেটেড অথরিটি (NDA)।
  • সুপ্রিম কোর্ট ধারা 32 অনুযায়ী মৃত্যুদন্ড পুনর্বিবেচনার অনুমতি দিয়েছে।
  • ভারতে মহিলাদের কর্মসংস্থান হার 2017-18 সালে 22% থেকে বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে 2023-24 সালে 40.3% হয়েছে।

State CA:

  • ওনাম উৎসব 2025 শুরু হয়েছে 26শে আগস্ট, শেষ হবে 5ই সেপ্টেম্বর
  • কার্গিল, লাদাখে শুরু হলো "সুরু সামার ফেস্টিভ্যাল 2025"
  • মনিপুরে এশিয়ান জায়ান্ট টরটোয়েজদের প্রথম কৃত্তিম প্রজনন সফল হয়েছে। 28টি কচ্ছপ জন্মেছে।
  • ওড়িশা ও ছত্রিশগড় মহানদী জলবিবাদ মীমাংসায় সম্মত হয়েছে।
  • অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে "ভারত বায়োডিজাইন রিসার্চ এন্ড ইনোভেশন" (BRAIN) প্রোগ্রম চালু হয়েছে।
  • পন্ডিচেরি উন্নত প্রযুক্তি ব্যবহার করে শহুরে জমি জরিপের জন্য "নকশা" প্রকল্প চালু করেছে।
  • NHAI টোল কর্মীদের 500 জন শিশুর জন্য বৃত্তি প্রদানের জন্য "প্রজেক্ট আরোহণ" চালু করেছে।

Economy CA:

  • রাশিয়ার সাথে তেল এবং প্রতিরক্ষা সম্পর্কের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের অধিকাংশ পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছে।

Sports CA:

  • বিখ্যাত ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আইপিএল থেকে তার অবসরের ঘোষণা করেছেন।
  • রবিচন্দ্রণ অশ্বিন এবং সিদ্ধার্থ মঙ্গা মিলে "I Have the Streets" নামক একটি বই লিখেছেন।

Appointment CA:

  • সম্প্রতি অর্জুন চৌধুরীকে গ্রিহম হাউজিংয়ের নতুন MD ও CEO হিসেবে নিযুক্ত করা হয়েছে।
  • "টেমুর আবাসগুলিয়েভ" -কে নায়ারা এনার্জির নতুন CEO হিসেবে নিযুক্ত করা হয়েছে।

Defence CA:

  • ভারতের সশস্ত্র বাহিনীর 700 জনেরও বেশি কর্মী মিশরে "এক্সারসাইজ ব্রাইট স্টার 2025"-এ অংশ নেবে।

Science & Tech CA:

  • রাজস্থানের জয়সলমেরে গবেষকরা ভারতে প্রথম একটি বিরল কুমির-সদৃশ প্রজাতির ফসিল (ফাইটোসর) আবিষ্কার করেছেন। যার বয়স 200 মিলিয়ন বছরেরও বেশি।
  • বিশ্বের প্রথম রাইসোটোপ প্রকল্পে গণ্ডারের শিংয়ে রেডিওএকটিভ আইসোটোপ ব্যবহার করা হচ্ছে, যা চোরাশিকার রোধে সাহায্য করবে।

Awards & Obituaries CA:

  • উচ্চ শিক্ষা ও পলিটেকনিক থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ডস টু টিচার্স 2025-এর জন্য 21 জন শিক্ষককে নির্বাচন করা হয়েছে।
  • প্রিয়ম্বদা জয়াকুমার-এর লেখা "M.S. Swaminathan: The Man Who Fed India" বইটি প্রকাশিত হয়েছে।
  • কানি উপজাতির চিকিৎসক কুট্টিমাথান কানি প্রয়াত হয়েছেন।

Daily Current Affairs in Bengali MCQ

Q1. 2023-24 সালে ভারতে মহিলাদের কর্মসংস্থান হার কত শতাংশে পৌঁছেছে?

(a) 22%
(b) 40.3%
(c) 50%
(d) 35.6%

Q2. সম্প্রতি ভারত সরকার কোন দিনটিকে প্রতি বছর আয়ুর্বেদ দিবস হিসাবে পালনের জন্য নির্দিষ্ট করেছে?

(a) 15ই অক্টোবর
(b) 23শে সেপ্টেম্বর
(c) 1লা নভেম্বর
(d) 25শে ডিসেম্বর

Q3. NHAI টোল কর্মীদের শিশুদের জন্য কোন প্রকল্পটি চালু করেছে?

(a) প্রজেক্ট সারণি
(b) প্রজেক্ট উত্তরণ
(c) প্রজেক্ট আরোহণ
(d) প্রজেক্ট সমৃদ্ধি

Q4. কোন নদীর জলবিরোধ সমাধানে ওড়িশা এবং ছত্তিশগড় একমত হয়েছে?

(a) গোদাবরী
(b) নর্মদা
(c) মহানদী
(d) কাবেরী

Q5. লিথুয়ানিয়ার নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন?

(a) গিতানাস নাউসেদা
(b) ইনগা রুগিনিয়েনে
(c) অর্জুন চৌধুরী
(d) সের্গেই ডেনিসভ

Q6. জয়সলমেরে কোন জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে?

(a) ট্রিলোবাইট
(b) ফাইটোসর
(c) ভেলোসির্যাপ্টর
(d) স্টেগোসরাস

Q7. আগস্ট 2025 সালে কে IPL থেকে অবসর নিয়েছেন?

(a) এমএস ধোনি
(b) বিরাট কোহলি
(c) রোহিত শর্মা
(d) রবিচন্দ্রন অশ্বিন

Q8. পিএম স্বনিধি প্রকল্পের ঋণ প্রদানের মেয়াদ কত সাল পর্যন্ত বাড়ানো হয়েছে?

(a) 2030
(b) 2031
(c) 2035
(d) 2032

Q9. 2025 সালে শিক্ষকদের জাতীয় পুরস্কারের জন্য কতজন শিক্ষক নির্বাচিত হয়েছেন?

(a) 10 জন
(b) 15 জন
(c) 21 জন
(d) 25 জন

Q10. ভারতের প্রথম ফাইটোসোর জীবাশ্ম কোথায় আবিষ্কৃত হয়েছে?

(a) মণিপুর
(b) জয়সলমির
(c) ওড়িশা
(d) লাদাখ

Q11. মিশরে অনুষ্ঠিত এক্সারসাইজ ব্রাইট স্টার 2025 এ কতটি দেশ অংশ নিয়েছে?

(a) 25
(b) 30
(c) 35
(d) 43

Q12. নায়ারা এনার্জির নতুন CEO কে নিযুক্ত হয়েছেন?

(a) অর্জুন চৌধুরী
(b) গিতানাস নওসেদা
(c) সের্গেই দেনিসভ
(d) তেমুর আবাসগুলিয়েভ

Q13. প্যারিস চুক্তির আওতায় কার্বন ট্রেডিং দেখভালের জন্য কত জন সদস্যের কমিটি গঠন হয়েছে?

(a) 20 জন
(b) 21 জন
(c) 22 জন
(d) 23 জন

Q14. সম্প্রতি ভারতের কোথায় "ভারত বায়োডিজাইন রিসার্চ এন্ড ইনোভেশন প্রোগ্রাম চালু হয়েছে?

(a) চেন্নাই
(b) শ্রীনগর
(c) কলকাতা
(d) অমরাবতী

Q15. আগস্ট 2025-এ গ্রিহম হাউসিং-এর নতুন MD ও CEO হিসেবে কে নিযুক্ত হলেন?

(a) সুনীল শর্মা
(b) রঘুনাথন
(c) অর্জুন চৌধুরী
(d) আনিস গোখলে

Q16. M.S. Swaminathan: The Man Who Fed India বইটি কার রচনা?

(a) প্রিয়ম্বদা জয়াকুমার
(b) প্রকাশ দুবে
(c) অংকিতা জৈন
(d) নীলোৎপল মৃনাল

===== X =====

এই Daily Current Affairs in Bengali পোস্টটি যেসব সরকারী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা হল- SSC Current Affairs, Railway Current Affairs, UPSC Current Affairs, Banking PO Current Affairs, WBCS, Food Inspector, WB PSC Clerkship, WB School Service Exam, any national & state level exam প্রভৃতি।

Daily Current Affairs in Bengali PDF: 28 August 2025 এর ফ্রী পিডিএফ ডাউনলোড করুন


Today Current Affairs in Bengali PDF

File Name: Daily CA 28 August 2025
File Type: PDF
Total Page: 2
File Size: 56 Kb
Download Link: এখানে ক্লিক করে ডাউনলোড করুন


Navigation: এই পোস্টটি আমাদের ওয়েবসাইট এর August 2025 Current Affairs -এর মধ্যে অন্তর্ভুক্ত যা Today Current Affairs in Bengali, Current Affairs in Bengali 2025, Monthly Current Affairs in Bengali 2025 এই টপিক গুলি কভার করে।

===== ধন্যবাদ =====

আরও পড়ুন

29 আগস্ট 2025 Current Affairs in Bengali

You May Also Like

Loading...

Post a Comment

Previous Post Next Post