27 August 2025 - Current Affairs in Bengali | Today Current Affairs in Bengali PDF

প্রিয় বন্ধুরা,
আজকের এই Daily Current Affairs Bengali পোস্টে 27 আগস্ট 2025 এর গুরুত্বপূর্ণ Current Affairs Bengali -তে শেয়ার করা হল যা আপনাদের বিভিন্ন Government Job এর পরীক্ষায় ভীষণ উপযোগী। আপনাদের সুবিধার জন্য Daily Current Affairs in Bengali পোস্টটির ফ্রী পিডিএফ এই পোস্টটির শেষে Today Current Affairs in Bengali pdf এবং Current Affairs in Bengali pdf সেকশনে দেওয়া হল।
Current Affairs in Bengali: 27 August 2025

Current Affairs in Bengali : 27 August 2025

International CA: 27 August 2025

  • ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রসহ 15 টি দেশ যৌথভাবে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বাড়াতে "Super Garuda Shield 2025" মহড়া শুরু করেছে।
  • 27 আগস্ট 2025 প্রথমবার পালিত হল "World Lake Day" যার থিম ছিল "Lakes: the life blood of our planet"

National CA: 27 August 2025

  • 27 আগস্ট 2025 থেকে Ganesh Chaturthi উৎসব শুরু হয়েছে।
  • সর্দার বল্লভভাই প্যাটেল, বিরসা মুন্ডা এবং অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উদযাপনের জন্য সরকার 3 টি কমিটি গঠন করেছে।
  • লোকসভা স্পিকার ওম বিড়লা 5-12 অক্টোবর বাবাডোসের ব্রিজটাউনে অনুষ্ঠিত 68তম কমন ওয়েলস পার্লামেন্টারি কনফারেন্সে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব করবেন।

State CA: 27 August 2025

  • চেন্নাই প্রথমবার "City Biodiversity Index" প্রকাশ করেছে। স্কোর- 38/72

Economy CA: 27 August 2025

  • 27-31 অক্টোবর 2025 মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে "ইন্ডিয়া মেরিটাইম উইক" যার লক্ষ্য- 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগ

Science & Tech CA: 27 August 2025

  • প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন করলেন Maruti Suzuki -এর বৈদ্যুতিক গাড়ি E-Vitara ও গুজরাটে লিথিয়াম আয়ন ব্যাটারি প্লান্ট।
  • আনন্দ মাহিন্দ্রা মুম্বাইতে "May A Million Buds Bloom" নামক একটি বই প্রকাশ করেছেন। যা Project Nanhi Kali -এর প্রভাব তুলে ধরে।

Appointment CA: 27 August 2025

  • রাজীব রঞ্জনকে 5 বছরের জন্য New Development Bank এর ভাইস প্রেসিডেন্ট ও চিফ রিস্ক অফিসার পদে নিযুক্ত করা হল।

Defence CA: 27 August 2025

  • 26 আগস্ট বিশাখাপত্তনমে ভারতীয় নৌবাহিনী "Project 17A" এর অধীনে নির্মিত দুটি স্টেলথ ফ্রিগেট INS উদয়গিরি এবং INS হিমগিরিকে কমিশন করেছে।
  • ভারতীয় নৌবাহিনী 27-28 আগস্ট কেরালার কোচিতে IONS এর অধীনে ইমারজিং লিডার্স প্যানেল আয়োজন করবে। যেখানে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা হবে।

Sports CA: 27 August 2025

  • মীরাবাঈ চানু আমেদাবাদে অনুষ্ঠিত "কমন ওয়েলথ ওয়েট-লিফ্টিং 2025" এ সোনা জিতে নতুন রেকর্ড গড়েছেন।
  • কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডাভিয়া হকি মেনস এশিয়া কাপ 2025 এর ট্রফি রিভিল করেছেন। যা 29 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত বিহারে অনুষ্ঠিত হবে।
  • ইংল্যান্ডে টমি ফ্লিটউড তার প্রথম PGA Tour এবং FedEx Cup জিতেছেন যার পুরস্কার মূল্য ছিল 10 মিলিয়ন ডলার।

Current Affairs in Bengali MCQ

MCQ Questions

Q1. 2025 সালে গণেশ চতুর্থী কবে উদযাপিত হবে?

(a) 27 আগস্ট
(b) 5 সেপ্টেম্বর
(c) 2 অক্টোবর
(d) 14 নভেম্বর

Q2. 2025 সালের World Lake Day -এর থিম কী ছিল?

(a) Lakes for Climate
(b) Lakes: The Life blood of Our Planet
(c) Save Water, Save Lakes
(d) Protect Wetlands

Q3. 2025 সালের ইন্ডিয়া মেরিটাইম উইক কোথায় অনুষ্ঠিত হবে?

(a) দিল্লি
(b) কোচি
(c) মুম্বাই
(d) কলকাতা

Q4. 2025 সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও চিফ রিস্ক অফিসার হিসেবে কে নিয়োগ পেয়েছেন?

(a) রাজীব রাজন
(b) রঘুরাম রাজন
(c) উড়জিত প্যাটেল
(d) শক্তিকান্ত দাস

Q5. আগস্ট 2025 এ কোন দুটি স্টেলথ ফ্রিগেট ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে?

(a) INS বিক্রান্ত & INS বিরাট
(b) INS তলোয়ার & INS শিবালিক
(c) INS আরিহান্ত & INS চক্র
(d) INS উদয়গিরি & INS হিমগিরি

Q6. ভারতের প্রথম গ্লোবাল BEV ‘E-Vitara’ কোন কোম্পানি লঞ্চ করেছে?

(a) টাটা মোটরস
(b) মারুতি সুজুকি
(c) হুন্ডাই
(d) হন্ডা

Q7. Project Nanhi Kali নিয়ে 'May A Million Buds Bloom' বইটি কে প্রকাশ করেছেন?

(a) রতন টাটা
(b) মুকেশ আম্বানি
(c) আনন্দ মাহিন্দ্রা
(d) কুমার মঙ্গলম বিড়লা

Q8. আগস্ট 2025 এ কোন শহর তার প্রথম সিটি বায়োডাইভারসিটি ইনডেক্স প্রকাশ করেছে?

(a) বেঙ্গালুরু
(b) চেন্নাই
(c) হায়দ্রাবাদ
(d) পুনে

Q9. 2025 সালের 68 তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হবে?

(a) লন্ডন
(b) নিউ ইয়র্ক
(c) বার্বাডোস
(d) টোকিও

Q10. হকি মেনস এশিয়া কাপ 2025 ট্রফি কে রিভিল করেছেন?

(a) অনুরাগ ঠাকুর
(b) মনসুখ মাণ্ডাভিয়া
(c) নরেন্দ্র মোদী
(d) অমিত শাহ

Q11. 2025 কমনওয়েলথ ওয়েট-লিফ্টিং চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় স্বর্ণপদক জিতেছেন?

(a) মীরাবাঈ চানু
(b) পি ভি সিন্ধু
(c) বিন্ধ্যারানি দেবী
(d) জেরেমি লালরিনুঙ্গা

Q12. 2025 সালের PGA Tour এবং FedEx Cup কে জিতেছেন?

(a) রোরি ম্যাকরয়
(b) টমি ফ্লিটউড
(c) টাইগার উড
(d) জন রাহাম

Q13. কোথায় "Project 17A" এর অধীনে নির্মিত দুটি ফ্রিগেট INS উদরগিরি এবং ইন্স হিমগিরি কমিশন হয়েছে?

(a) বিশাখাপত্তনম
(b) কোচি
(c) হলদিয়া
(d) মুম্বাই

Q14. হকি মেনস এশিয়া কাপ 2025 কোথায় অনুষ্ঠিত হয়?

(a) রাজস্থান
(b) বিহার
(c) উত্তরপ্রদেশে
(d) হরিয়ানা

Q15. কমন ওয়েলথ ওয়েট-লিফ্টিং 2025 কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?

(a) আমেদাবাদ
(b) দিল্লি
(c) চেন্নাই
(d) শ্রীনগর


===== X =====

এই Daily Current Affairs in Bengali পোস্টটি যেসব সরকারী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা হল- SSC Current Affairs, Railway Current Affairs, UPSC Current Affairs, Banking PO Current Affairs, WBCS, Food Inspector, WB PSC Clerkship, WB School Service Exam, any national & state level exam প্রভৃতি।
Current Affairs : 27 August 2025 এর ফ্রী পিডিএফ ডাউনলোড করুন

Today Current Affairs in Bengali PDF

File Name: Daily CA 27 August 2025
File Type: PDF
Total Page: 2
File Size: 52 Kb
Download Link: এখানে ক্লিক করে ডাউনলোড করুন


Navigation: এই পোস্টটি আমাদের ওয়েবসাইট এর August 2025 Current Affairs -এর মধ্যে অন্তর্ভুক্ত যা  Today Current Affairs in Bengali, Current Affairs in Bengali 2025, Monthly Current Affairs in Bengali 2025 এই টপিক গুলি কভার করে।

===== ধন্যবাদ =====

আরও পড়ুন





You May Also Like

Loading...

Post a Comment

Previous Post Next Post