প্রিয় বন্ধুরা,
আজকের এই Daily Current Affairs Bengali পোস্টে 26 আগস্ট 2025 এর গুরুত্বপূর্ণ Current Affairs Bengali -তে শেয়ার করা হল যা আপনাদের বিভিন্ন Government Job এর পরীক্ষায় ভীষণ উপযোগী। আপনাদের সুবিধার জন্য Daily Current Affairs in Bengali পোস্টটির ফ্রী পিডিএফ এই পোস্টটির শেষে Today Current Affairs in Bengali pdf এবং Current Affairs in Bengali pdf সেকশনে দেওয়া হল।

Current Affairs in Bengali : 26 August 2025
International CA: 26 August 2025
আজ 26 আগস্ট Women's Equality Day
26 আগস্ট আন্তর্জাতিক কুকুর দিবস পালিত হয়।
সম্প্রতি নেপাল আনুষ্ঠানিকভাবে ভারতের Inernational Big Cat Alliance -এ যোগ দিয়েছে।
Fiji -এর প্রধানমন্ত্রী Sitiveni Rabuka 24-26 আগস্ট 2025 তিনদিনের জন্য ভারত সফরে এসেছেন।
ভারত ও চীন সরাসরি ফ্লাইট পুনরায় চালু, ভিসা সহজীকরণ এবং কৈলাস পর্বত ও মানসসরোবর তীর্থযাত্রা সম্প্রসারণে সম্মত হয়েছে।
National CA: 26 August 2025
26 আগস্ট Mother Teresa -এর জন্মবার্ষিকী পালিত হল।
CISF ভারতের প্রথম All Women Commando Unit চালু করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি Sardardham Phase-II ফাউন্ডেশন ভার্চুয়ালি উদ্বোধন করেছেন যেখানে নতুন হোস্টেলে 3000 ছাত্রীর থাকার সুযোগ পাবে।
State CA: 26 August 2025
অমরাবতীতে দেশের বৃহত্তম সেন্ট্রাল লাইব্রেরি তৈরির পরিকল্পনা হয়েছে। ক্ষেত্রফল- 2 লক্ষ বর্গফুট।
অন্ধ্রপ্রদেশ সরকার পৌর কর্মীদের জন্য 1 কোটি এবং আউটসোর্স কর্মীদের জন্য 20 লক্ষ টাকা বীমা কভার ঘোষণা করেছে।
হরিয়ানা সরকার রাজ্যের শহরগুলিকে দেশের সবচেয়ে পরিষ্কার শহর তৈরির লক্ষ্যে 24 আগস্ট থেকে 7 নভেম্বর (11 দিন) "স্বচ্ছ কুরুক্ষেত্র" মিশন চালু করেছে।
2026 -এ বিশাখাপত্তনমে 41 তম IATO কনভেনশন অনুষ্ঠিত হবে।
Sports CA: 26 August 2025
প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে Pretoria Capitals -এর প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে।
সম্প্রতি মুম্বইয়ে অনুষ্ঠিত 18 তম International Olympiad on Astronomy & Astrophysics -এ ভারত 4 টি সোনা এবং 1 টি রূপো জিতে প্রথম স্থান অধিকার করেছে।
Science & Tech CA: 26 August 2025
ভারতে প্রথম Bloom Syndrome -এ আক্রান্ত 12 বছরের মেয়ের বোন মারো ট্রান্সপ্লান্ট চেন্নাইয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে; এতে তার ছোট ভাইয়ের Stem Cell ব্যবহৃত হয়েছিল।
সম্প্রতি IMD Smart City Index 2025 -এ Zurich, Oslo ও Geneva শহর শীর্ষে রয়েছে; দিল্লির রয়েছে 104তম স্থানে।
Awards & Obituaries CA: 26 August 2025
প্রবীণ তেলেগু অভিনেতা ও রাজনীতিবিদ নন্দমুরী বালাকৃষ্ণ -কে চলচিত্রে 50 বছর অবদানের জন্য World Book of Records UK সম্মানিত করেছে।
প্রধানমন্ত্রী মোদী অযোধ্যার রাজপরিবারের সদস্য ও রাম জন্মভূমি ট্রাস্টের সদস্য বিমলেন্দ্র মোহন প্রতাপ মিশ্রর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
===== X =====
এই Daily Current Affairs in Bengali পোস্টটি যেসব সরকারী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা হল- SSC Current Affairs, Railway Current Affairs, UPSC Current Affairs, Banking PO Current Affairs, WBCS, Food Inspector, WB PSC Clerkship, WB School Service Exam, any national & state level exam প্রভৃতি।
Current Affairs : 26 August 2025 এর ফ্রী পিডিএফ ডাউনলোড করুন
Today Current Affairs in Bengali PDF
File Name: Daily CA 26 August 2025
File Type: PDF
Total Page: 2
File Size: 49 Kb
Download Link: এখানে ক্লিক করে ডাউনলোড করুন
Navigation: এই পোস্টটি আমাদের ওয়েবসাইট এর August 2025 Current Affairs -এর মধ্যে অন্তর্ভুক্ত যা Today Current Affairs in Bengali, Current Affairs in Bengali 2025, Monthly Current Affairs in Bengali 2025 এই টপিক গুলি কভার করে।
===== ধন্যবাদ =====
আরও পড়ুন
21 আগস্ট 2025 Current Affairs in Bengali
You May Also Like
Loading...