প্রিয় বন্ধুরা,
আজকের এই Daily Current Affairs Bengali পোস্টে 24-25 আগস্ট 2025 এর গুরুত্বপূর্ণ Current Affairs Bengali -তে শেয়ার করা হল যা আপনাদের বিভিন্ন Government Job এর পরীক্ষায় ভীষণ উপযোগী। আপনাদের সুবিধার জন্য Daily Current Affairs in Bengali পোস্টটির ফ্রী পিডিএফ এই পোস্টটির শেষে Today Current Affairs in Bengali pdf এবং Current Affairs in Bengali pdf সেকশনে দেওয়া হল।

Daily Current Affairs : 24-25 August 2025
International CA: 24-25 August 2025
- চীন হাইনান দ্বীপে টাইফুন কাজিকির ধংসাত্মক প্রভাবের জন্য Level-IV এর ইমার্জেন্সি ঘোষণা করেছে।
- সম্প্রতি ড্রেক প্যাসেজে রিখটার স্কেলে 7.5 মাত্রার ভূমিকম্প হয়; এর জেরে ক্ষণস্থায়ীর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
- মার্কিন যুক্তরাষ্টের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস পার্সোনাল অফিসের প্রধান Sergio Gor -কে ভারতের জন্য নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছেন।
National CA: 24-25 August 2025
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রী গুরু গ্রন্থ সাহিব -এর "প্রকাশ পুরব" উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
- গৃহমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে All India Speakers’ Conference 2025 উদ্বোধন করেছেন, যা বীর বিত্তলভাই প্যাটেলের স্পিকার নির্বাচনের শতবর্ষী স্মরণে অনুষ্ঠিত হয়েছে।
- সম্প্রতি মহাকাশ দিবসে "ক্যাপ্টেন সুভানসু শুক্লা নেহরু প্লানেটোরিম" -এ "আর্যভট্ট গ্যালারী" -এর উদ্বোধন হয়েছে।
- নাগপুরের "ভদ্রপদ শুক্লা প্রথমা" -তে মারবত উৎসব পালিত হল।
- ভারতের প্রথম আরবান পাবলিক রোপওয়ে 3.75 কিমি দীর্ঘ ট্রাইয়াল শুরু হয়েছে বারাণসী থেকে গোডাওয়ালী পর্যন্ত।
- ডুঙ্গরপুরে বাইকার গ্যাংদের অপরাধ কমাতে "অপারেশন সংস্কার" চালু করেছে রাজস্থান পুলিশ।
- দিল্লির PWD "গভর্নমেন্ট অন হুইলস" ক্যাম্পেইন চালু করেছেন; যার মাধ্যমে যাত্রীদের সমস্যার সমাধান খোঁজা হচ্ছে।
Defence CA: 24-25 August 2025
- DRDO ওড়িশা উপকূলে দেশীয় Integrated Air Defence Weapon System-এর সফল পরীক্ষা করেছে; এতে QRSAM, VSHORADS ও লেজার ভিত্তিক DEW সামিল ছিল।
- ভারত ও থাইল্যান্ড মেঘালয়ে 1 থেকে 14 সেপ্টেম্বর "মৈত্রী" যৌথ সামরিক অনুশীলন করবে।
Appointment CA: 24-25 August 2025
- প্রাক্তন CRPF এর ডিজি এবং এক্স IB এর স্পেশাল ডিরেক্টর শ্রী অনিষ দয়াল সিং, ভারতের Deputy National Security Advisor পদে নিযুক্ত হয়েছেন।
Sports CA: 24-25 August 2025
- সম্প্রতি শ্রীনগরের ডাল লেকে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া স্পোর্টস ফেস্টিবল 2025 -এ মধপ্রদেশ 18টি পদক নিয়ে শীর্ষে রয়েছে (10 টি সোনা)।
- সম্প্রতি বুলগেরিয়ার সামোকোব -এ অনুষ্ঠিত U-20 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ -এ ভারত 9 টি মেডেল জিতেছে (2 টি সোনা)।
- সম্প্রতি টেস্ট ক্রিকেট স্পেশ্যালিস্ট চিতেশ্বর পূজারা সকল ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন।
Science & Technology CA: 24-25 August 2025
- ISRO Bharatiya Antariksh Station-এর প্রথম মডিউলের মডেল উদঘাটন করেছে, যার লক্ষ্য 2028 -এ উৎক্ষেপণ এবং 2035 -এ পূর্ণ কার্যকারিতা।
- ISRO গগন যান -এর প্যারাশুট ডিকেলারেশন সিস্টেমের প্রথম Integrated Air Drop Test সফলভাবে সম্পন্ন করেছে; এই পরীক্ষাটি IAF, DRDO, Navy ও Coast Guard-এর সঙ্গে মিলে করা হয়।
===== X =====
এই Daily Current Affairs in Bengali পোস্টটি যেসব সরকারী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা হল- SSC Current Affairs, Railway Current Affairs, UPSC Current Affairs, Banking PO Current Affairs, WBCS, Food Inspector, WB PSC Clerkship, WB School Service Exam, any national & state level exam প্রভৃতি।
Current Affairs : 24-25 August 2025 এর ফ্রী পিডিএফ ডাউনলোড করুন
Today Current Affairs in Bengali PDF
File Name: Daily CA 24-25 August 2025
File Type: PDF
Total Page: 2
File Size: 56 Kb
Download Link: এখানে ক্লিক করে ডাউনলোড করুন
Navigation: এই পোস্টটি আমাদের ওয়েবসাইট এর August 2025 Current Affairs -এর মধ্যে অন্তর্ভুক্ত যা Today Current Affairs in Bengali, Current Affairs in Bengali 2025, Monthly Current Affairs in Bengali 2025 এই টপিক গুলি কভার করে।
===== ধন্যবাদ =====
আরও পড়ুন
21 আগস্ট 2025 Current Affairs in Bengali
You May Also Like
Loading...