
Current Affairs in Bengali : 30 August 2025
International CA: 30 August 2025
- থাইল্যান্ডের আদালত প্রধানমন্ত্রী Paetongtarn Shinawatra-কে নৈতিকতা লঙ্ঘনের জন্য তার পদ থেকে অপসারণ করেছে।
- উত্তর প্রশান্ত মহাসাগরে PelV-1 নামের বিশাল ভাইরাস আবিষ্কৃত হলো, যার লেজ 2.3 মাইক্রোমিটার লম্বা।
National CA: 30 August 2025
- 30 শে আগস্ট 2025 জাতীয় ক্ষুদ্র শিল্প দিবস পালিত হলো।
- UDISE+ (Unified District Information System for Education Plus) এর রিপোর্ট অনুসারে ভারতে শিক্ষকের সংখ্যা 2024-25 বর্ষে এক কোটি ছাড়িয়েছে।
- ন্যাশনাল কমিশন ফর উইমেন এর 2025 রিপোর্ট অনুযায়ী মুম্বাই, কোহিমা এবং বিশাখাপত্তনম মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর, দিল্লি এবং কলকাতা সবচেয়ে কম নিরাপদ।
- লোকসভার স্পিকার ওম বিড়লা ভুবনেশ্বরে SC ও ST-দের কল্যাণের জন্য সংসদীয় কমিটির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন, যা প্রথমবারের মতো দিল্লির বাইরে অনুষ্ঠিত হচ্ছে।
- দূরদর্শন, ক্রিকেট ডেটা কোম্পানি CricViz-এর সঙ্গে যৌথভাবে একটি নতুন সাপ্তাহিক ক্রিকেট শো “দ্য গ্রেট ইন্ডিয়ান ক্রিকেট শো” চালু করেছে।
- পর্যটন বাড়াতে নীতি আয়োগ “রিথিংকিং হোমস্টে: নেভিগেটিং পলিসি পাথওয়েস” প্রতিবেদন প্রকাশ করেছে।
- গুজরাটের সানন্দে ভারতের প্রথম এন্ড-টু-এন্ড সেমিকন্ডাক্টর OSAT ফ্যাসিলিটি উদ্বোধন হলো।
State CA: 30 August 2025
- হরিয়ানা “লাডো লক্ষ্মী যোজনা” ঘোষণা করেছে, যেখানে মহিলাদের মাসিক 2,100 টাকা দেওয়া হবে।
- বিহার মন্ত্রীসভা “মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা” অনুমোদন করেছে, যার লক্ষ মহিলাদের স্বনির্ভর করা।
- দিল্লিতে ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য “U-Special” বাস পরিষেবা চালু করলেন।
- কেরালা ট্যুরিজম সেরা সোশ্যাল মিডিয়া ক্যাম্পইনের জন্য 2025 সালের PATA গোল্ড অ্যাওয়ার্ড পেলো।
Economy CA: 30 August 2025
- 18 বছর পর S&P Global ভারতের ক্রেডিট রেটিং উন্নীত করে ‘BBB’ করল।
Sports CA: 30 August 2025
- জাতীয় ক্রীড়া দিবসে দিল্লিতে ভারতের প্রথম মন্ডো ট্র্যাক উদ্বোধন হল।
- গোয়ায় 2025 সালের FIDE ওয়ার্ড কাপ আয়োজিত হবে।
- মিনার্ভা একাডেমি U-14/15 দোল ইউরোপিয়ান ট্রেবল (গোথিয়া, দানা, নরওয়ে কাপ) জিতলো।
- নীরজ চোপড়া ডায়মন্ড লীগ ফাইনাল 2025-এ দ্বিতীয় স্থান অর্জন করেছেন, প্রথম হয়েছেন জার্মানির জুলিয়ান ওয়েবার।
- ভেলাভান সেন্টিলকুমার ও আনাহত সিং জাতীয় 81তম ন্যাশনাল স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2025 জিতেছেন।
- ঝাড়খন্ড মহিলা হকি দল 15তম জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছে।
- সম্প্রতি হাঙ্গেরিয়ান অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে ভারতের গুলবির সিং 3000 মিটার দৌড়ে নতুন ন্যাশনাল রেকর্ড গড়ে তুললেন।
Appointment CA: 30 August 2025
- জম্মু ও কাশ্মীর ব্যাংক এস. কৃষ্ণকে নতুন নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিয়োগ করলো।
- ভারতের প্রাক্তন RBI গভর্নর উৰ্জিত প্যাটেল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (IFM) -এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়েছে।
- দীনেশ কে. পট্টনায়ককে কানাডায় ভারতের নতুন হাইকমিশনার পদে নিযুক্ত করা হয়েছে।
- জিম ওনিলকে ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (CDC) এর ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়েছে।
- কানাডা ক্রিস্টোফার কূটারকে ভারতে তাদের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ করেছে ।
Defence CA: 30 August 2025
- সুইডেনের প্রতিরক্ষা সংস্থা Saab 5 কিমি রেঞ্জের নতুন C-UAS ক্ষেপণাস্ত্র নিমব্রিক্স উন্মোচন করেছে।
Science & Tech CA: 30 August 2025
- মহারাষ্ট্র এবং কেরালার পশ্চিম ঘাটে দুটি নতুন প্রজাতির ফড়িং, “কোঙ্কন শ্যাডোডামসেল” এবং “ক্রিমসন শ্যাডোডামসেল” আবিষ্কৃত হয়েছে।
- জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া পশ্চিমবঙ্গে দুটি নতুন স্প্রিংটেইল প্রজাতি শনাক্ত করেছে “Salina aurantiamaculata” ও “Salina pseudomontana”।
- গুগল জেমিনি অ্যাপে “Nano Banana” নামে নতুন এআই ফটো এডিটিং টুল চালু করল।
- সাহারিয়া উপজাতির যক্ষা রোগ IRGM1 জিনের সাথে সম্পর্কিত বলে গবেষণায় জানা গেছে।
- ত্রিবেণী রায়ের চলচ্চিত্র “শেপ অফ মোমো” বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (BIFF) 2025-এর ভিশন বিভাগে নির্বাচিত হয়েছে।
Daily Current Affairs in Bengali MCQ
Q1. ভারতে জাতীয় ক্ষুদ্র শিল্প দিবস কবে পালিত হয়?
Q2. IMF-এর নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন?
Q3. দিনেশ কে. পট্টনায়ক কোন দেশে ভারতের হাইকমিশনার হলেন?
Q4. NCW-এর NARI 2025 রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে নিরাপদ শহর কোনটি?
Q5. ঝাড়খণ্ড মহিলা হকি দল কোন টুর্নামেন্ট জিতেছে?
Q6. ভারতের প্রথম সেমিকন্ডাক্টর OSAT ফ্যাসিলিটি কোথায় চালু হয়েছে?
Q7. হরিয়ানার নতুন মাসিক সহায়তা প্রকল্পের নাম কী?
Q8. ভারতের প্রথম মন্ডো ট্র্যাক কোথায় স্থাপন হয়েছে?
Q9. কোন রাজ্য 'Most Engaging Social Media Campaign' এর জন্য PATA গোল্ড অ্যাওয়ার্ড 2025 পেয়েছে?
Q10. ভারতে এক কোটির বেশি শিক্ষক থাকার তথ্য কোন রিপোর্টে প্রকাশিত?
Q11. মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা কোন রাজ্যে অনুমোদিত হয়েছে?
Q12. গুগলের নতুন ইমেজ এডিটিং এআই মডেলের নাম কী?
Q13. ইউ-স্পেশাল' বাস পরিষেবা সম্প্রতি কোন শহরে চালু হয়েছে?
Q14. কত বছর পর S&P Global ভারতের ক্রেডিট রেটিং 'BBB' করেছে?
Q15. কোন ভারতীয় চলচ্চিত্র BIFF 2025-এর Vision বিভাগে নির্বাচিত হয়েছে?
Q16. ডায়মন্ড লীগ ফাইনাল 2025-এ নীরজ চোপড়া কোন স্থান অর্জন করেছেন?
Q17. ভেলাভান সেন্থিলকুমার ও আনাহাত সিং কোন খেলায় যুক্ত?
Q18. সুইডেন সম্প্রতি কোন নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে?
Q19. পশ্চিমবঙ্গে নতুন দুটি স্প্রিংটেইল প্রজাতি শনাক্ত হয়েছে। কোনগুলো?
Q20. “Shape of Momo” কোন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে?
===== X =====
Current Affairs Free PDF: 30 August 2025 এর ফ্রী পিডিএফ ডাউনলোড করুন
File Name: Daily CA 30 August 2025
File Type: PDF
Total Page: 1
File Size: 76 Kb
Download Link: এখানে ক্লিক করে ডাউনলোড করুন
Navigation: এই পোস্টটি আমাদের ওয়েবসাইট এর August 2025 Current Affairs -এর মধ্যে অন্তর্ভুক্ত যা Today Current Affairs in Bengali, Current Affairs in Bengali 2025, Monthly Current Affairs in Bengali 2025 এই টপিক গুলি কভার করে।
===== ধন্যবাদ =====
আরও পড়ুন
31 আগস্ট 2025 Current Affairs in Bengali