19th August 2025 - Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Daily কারেন্ট অ্যাফেয়ার্স - 19 আগস্ট 2025: One-liner কারেন্ট অ্যাফেয়ার্স, UPSC, SSC, Bank PO, WBCS ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। এখানে National, International, State, Economy/Banking, Sports, Appointments, Defence, Science & Tech, Awards/Obituaries ও Miscellaneous অন্তর্ভুক্ত করা হয়েছে। Current affairs in bengali PDF পেতে পোস্টের শেষে চেক করুন।

Daily Current Affairs : 19th August 2025

Daily Current Affairs : 19th August 2025 

International Current Affairs: 19th August 2025

  • আফগানিস্তান স্বাধীনতা দিবস পালন করল, 1919 সালে তৃতীয় ইংরেজ ও আফগান যুদ্ধে ব্রিটিশ প্রভাব থেকে মুক্তির স্মরণে।
  • রাশিয়া ঘোষণা করল Venera-D Venus মিশন, যা 2036 সালের মধ্যে শুক্র গ্রহে পাঠানো হবে Orbiter, Lander এবং Balloon Probe
  • বিশ্ব মানবিকতা দিবস পালিত হলো “Strengthening Global Solidarity & Empowering Local Communities” থিমে; স্মরণ করা হলো 2003 সালে বাগদাদের জাতিসংঘ কার্যালয়ে বোমা হামলাকে।

National Current Affairs: 19th August 2025

  • কেন্দ্রীয় সরকার চালু করল PM Viksit Bharat Rojgar Yojana, ₹99,446 কোটি টাকার প্রকল্প, এর উদ্দেশ্য 2 বছরে 3.5 কোটি চাকরি সৃষ্টি।
  • কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং উদ্বোধন করলেন The Weight Loss Revolution বই, যার লেখক ড. অম্বরিশ মিথল ও শিবম বিজ।

State Current Affairs: 19th August 2025

  • বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার উন্মোচন করলেন 12তম পুরুষ এশিয়া কাপ হকির লোগো, ট্রফি ও মাসকট “Chand,” যা রাজগির আন্তর্জাতিক স্টেডিয়ামে 29 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
  • কেরালার কোঝিকোড়ে বিরল PAM (Primary Amoebic Meningoencephalitis) মস্তিষ্ক সংক্রমণ ধরা পড়েছে; তার জেরে স্বাস্থ্য সতর্কতা জারি হয়েছে।

Banking/ Economy Current Affairs: 19th August 2025

  • PM Viksit Bharat Rojgar Yojana -এ প্রথমবারের কর্মীদের জন্য সর্বোচ্চ ₹15,000 ও EPFO রেজিস্টার্ড নিয়োগকর্তাদের জন্য নতুন কর্মী নিয়োগে প্রতি মাসে সর্বোচ্চ ₹3,000 ইনসেনটিভ দেবে।

Sports Current Affairs: 19th August 2025

  • ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় দেবিকা সিহাগ মালয়েশিয়া ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ 2025-এ Women’s Single  খেতাব জিতে প্রথম আন্তর্জাতিক শিরোপা পেলেন।
  • ছয়বারের MotoGP চ্যাম্পিয়ন মার্ক মার্কেজ প্রথমবার অস্ট্রিয়ান MotoGP জিতে টানা ছয়টি Grand Prix জয় সম্পূর্ণ করলেন।
  • বিহার আয়োজন করবে 12তম পুরুষ এশিয়া কাপ হকি; বিজয়ী সরাসরি হকি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করবে।

Appointment Current Affairs: 19th August 2025

  • মহারাষ্ট্রের রাজ্যপাল সি.পি. রাধাকৃষ্ণনকে উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য NDA প্রার্থী ঘোষণা করা হয়েছে।

Miscellaneous Current Affairs: 19th August 2025

  • 19 আগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস ও বিশ্ব মানবিকতা (Humanitarian) দিবস হিসেবে পালিত হয়েছে।
  • টিকটকের জনপ্রিয় শব্দ “Skibidi,” “Delulu,” “Tradwife,” ও “Broligarchy” আনুষ্ঠানিকভাবে কেমব্রিজ অভিধানে যুক্ত হয়েছে।

  

👇👇PDF সংগ্রহ করতে ক্লিক করুন👇👇

Click Here to Download


Prepare with Daily Current Affairs Bengali. One liner updates, monthly PDF, and প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় for UPSC, SSC, Bank, Railways, WBCS and other competitive exams

Daily Current Affairs in Bengali, Current Affairs Bengali, Current Affairs Today, Current Affairs 2025, বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স, Daily Current Affairs Free PDF

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন