20th August 2025 - Current Affairs in Bengali | Today Current Affairs in Bengali PDF

প্রিয় বন্ধুরা,
আজকের এই Daily Current Affairs Bengali পোস্টে 20 আগস্ট 2025 এর গুরুত্বপূর্ণ Current Affairs Bengali -তে শেয়ার করা হল যা আপনাদের বিভিন্ন Government Job এর পরীক্ষায় কাজে লাগবে। আপনাদের সুবিধার জন্য Daily Current Affairs in Bengali পোস্টটির ফ্রী পিডিএফ এই পোস্টটির শেষে Today Current Affairs in Bengali pdf এবং Current Affairs in Bengali pdf সেকশনে দেওয়া হল।
Current Affairs in Bengali : 20th July 2025

Current Affairs in Bengali : 20th July 2025

National CA: 20th August 2025

  • 20 আগস্ট Sadbhavna Diwas পালিত হল; প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে।
  • 20 আগস্ট পালিত হল Indian Akshay Urja Day; উদ্দেশ্য: Renewable Energy প্রচারের জন্য।

State CA: 20th August 2025

  • কর্ণাটকের শক্তি প্রকল্প Golden Book of World Records -এ অন্তর্ভুক্ত; 2023–2025 সময়ে মহিলাদের 500 কোটিরও বেশি বিনামূল্যে বাসযাত্রা সম্ভব হয়েছে।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধুনিক ত্রিপুরার স্থপতি “মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর” -এর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন।

Banking/ Economy CA: 20th August 2025

  • 2025 সালের Hurun India তালিকায় অম্বানি পরিবার শীর্ষে; তাদের ব্যবসার মূল্য 28.2 লক্ষ কোটি টাকা।
  • Sports CA: 20th August 2025
  • সম্প্রতি আমেরিকায় অনুষ্ঠিত “Cincinnati Open 2025” -এ মহিলাদের মধ্যে বিজয়ী ইগা শিয়াওতেক (Iga Swiatek) এবং পুরুষদের মধ্যে বিজয়ী কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)

Appointments CA: 20th August 2025

  • আগামী 9 সেপ্টেম্বর 2025 ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য INDIA জোট প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডিকে মনোনীত করেছেন; এবং NDA জোট মহারাষ্ট্রের রাজ্যপাল সি.পি. রাধাকৃষ্ণনকে মনোনীত করেছেন।

Defence CA: 20th August 2025

  • সম্প্রতি ভারতের ডিপ ওশান (Deep Ocean) মিশনে উত্তর আটলান্টিকে 5,002 মিটার গভীর মানব ডাইভ সফল; এটি ইন্দো-ফরাসি সামুদ্রযান প্রকল্পের প্রস্তুতির অংশ।

Science & Tech CA: 20th August 2025

  • টুইটারের প্রাক্তন CEO পরাগ আগরওয়াল “Parallel” নামক AI স্টার্টআপ চালু করেছেন, যা মেশিন-টু-ওয়েব রিয়েল-টাইম সংযোগের জন্য পরিকাঠামো তৈরি করবে।

Awards/ Obituaries CA: 20th August 2025

  • সম্প্রতি মণিপুরের ভাস্কর প্রিমচন্দ্র পুখ্রম্বম কাঠের ভাস্কর্য “Made Me Change” এর জন্য 2025 সালের ললিতকলা অ্যাকাডেমি পুরস্কার পেলেন।
  • প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার 91 বছর বয়সে প্রয়াত হয়েছেন; তাঁর কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্র হল- 3 Idiots, Lage Raho Munna Bhai, Vaastav
  • সম্প্রতি মনীকা বিশ্বকর্মা “মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025” নির্বাচিত হয়েছেন; তিনি থাইল্যান্ডে অনুষ্ঠিত 74তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতকে প্রতিনিধিত্ব করবেন।
  • কামলাদেবী চট্টোপাধ্যায় বুক প্রাইজ 2025 এর জন্য NIF একটি দীর্ঘতালিকা ঘোষণা করেছে যার বিজয়ী ঘোষণা হবে 6 ডিসেম্বর।

এই Daily Current Affairs in Bengali পোস্টটি যেসব সরকারী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা হল- SSC Current Affairs, Railway Current Affairs, UPSC Current Affairs, Banking PO Current Affairs, WBCS, Food Inspector, WB PSC Clerkship, WB School Service Exam, any national & state level examপ্রভৃতি।

Current Affairs : 20 August 2025 এর ফ্রী পিডিএফ ডাউনলোড করুন
Today Current Affairs in Bengali PDF

File Name: Daily CA 20th August 2025
File Type: PDF
Total Page: 2
File Size: 94 Kb
Download Link: এখানে ক্লিক করে ডাউনলোড করুন


Navigation: এই পোস্টটি আমাদের ওয়েবসাইট এর August 2025 Current Affairs -এর মধ্যে অন্তর্ভুক্ত যা  Today Current Affairs in Bengali, Current Affairs in Bengali 2025, Monthly Current Affairs in Bengali 2025 এই টপিক গুলি কভার করে।

===== ধন্যবাদ =====

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন