17-18 August 2025 - Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

 প্রিয় বন্ধুরা,

আজকের এই Daily Current Affairs Bengali পোস্টে 17-18 আগস্ট 2025 এর গুরুত্বপূর্ণ Current Affairs Bengali -তে শেয়ার করা হল যা আপনাদের বিভিন্ন Government Job এর পরীক্ষায় কাজে লাগবে। আপনাদের সুবিধার জন্য Daily Current Affairs in Bengali পোস্টটির ফ্রী পিডিএফ এই পোস্টটির শেষে Today Current Affairs in Bengali pdf এবং Current Affairs in Bengali pdf সেকশনে দেওয়া হল।

Current Affairs in Bengali : 17th-18th August 2025

Current Affairs in Bengali : 17-18 August 2025

International Current Affairs: 17-18 August 2025

  • সম্প্রতি 17 আগস্ট 2025 “Gabon দেশ স্বাধীনতা দিবস পালন করেছে
  • 19 আগস্ট 2025 2025 আফগানিস্তান দেশের স্বাধীনতা দিবস
  • আটলান্টিকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কাছে Hurricane Erin মাত্র 24 ঘণ্টায় Category ঝড়ে পরিণত হয়েছে

National Current Affairs: 17-18 August 2025

  • প্রধানমন্ত্রী 15 আগস্ট 2025 -এ শ্রী অরবিন্দ ঘোষের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করলেন।
  • 16 আগস্ট 2025 -এ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সপ্তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে
  • সম্প্রতি রাহুল গান্ধী বিহারের সাসারাম থেকে 16 দিনের “Vote Adhikar Yatra” শুরু করলেন। মোট 1300 কিমি পথ অতিক্রম করবে।
  • ভারতীয় সংস্থা ISRO অরুণাচলের মেচুকায় মহাকাশ গবেষণাগার উদ্বোধন করেছে
  • স্বাধীনতা দিবসে সৌদি আরবে প্রথমবার লাদাখের Apricots রপ্তানি হল ODOP উদ্যোগে
  • সম্প্রতি প্রধানমন্ত্রী 15 আগস্টে Navroz উপলক্ষ্যে শুভেচ্ছা জানান
  • ভারত প্রথমবার Asian Open Short Track Speed Skating Trophy 2025 আয়োজন করবে

State Current Affairs: 17-18 August 2025

  • 15 আগস্ট 2025-এ পারসি নববর্ষ ‘Navroz’ ভারতে পালিত হল শাহেনশাহী ক্যালেন্ডার অনুযায়ী।

Sports Current Affairs: 17-18 August 2025

  • সম্প্রতি Vincent Keymer জিতলেন “Quantbox Chennai Grand Masters 2025” খেতাব
  • সম্প্রতি Tanya Hemanth, Saipan International 2025 -এ জিতেছেন
  • 45 বছর বয়েসে Venus Williams, US Open 2025 -এ ওয়াইল্ড কার্ড পেয়েছেন
  • বিসিসিআই দেশীয় মাল্টি-ডে টুর্নামেন্টে গুরুতর আঘাত প্রতিস্থাপন (Injury Substitution) নিয়ম চালু করল।
  • সম্প্রতি শ্রীনগরে 21–23 আগস্ট অনুষ্ঠিতব্য 1st Khelo India Water Sports Festival লোগো ও মাসকট প্রকাশিত হল।

Appointment Current Affairs: 17-18 August 2025

  • নাগাল্যান্ডের রাজ্যপাল L. Ganesan (15 আগস্ট 2025) প্রয়াত হওয়ার পর মণিপুরের রাজ্যপাল Ajay Kumar Bhalla -কে নাগাল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

Defence Current Affairs: 17-18 August 2025

  • ভারত শ্রীলঙ্কা SLINEX-25 নৌ মহড়া 14 থেকে 18 আগস্ট কলম্বোতে অনুষ্ঠিত হয়েছে।
  • যুক্তরাষ্ট্র Golden Dome ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষ ব্যবস্থা ঘোষণা করেছে।
  • মার্কিন যুক্তরাষ্ট্র 175 বিলিয়ন ডলার মূল্যের Golden Dome Missile Defense System ঘোষণা করল, যার নেতৃত্বে আছেন General Michael A. Guetlein; 2028 সালের মধ্যে চালুর লক্ষ্য।

Awards/ Oituaries Current Affairs: 17-18 August 2025

  • Neeraj Ghaywan পরিচালিত “Homebound” মেলবোর্ন চলচ্চিত্র উৎসব 2025 -এ সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালক পুরস্কার জিতেছে।
  • রাকেশ শর্মাকে IDSFFK -এ লাইফটাইম অ্যাচিভমেণ্ট পুরস্কার দেওয়া হবে।
  • কেরালার International Documentary and Short Film Festival of Kerala (IDSFFK) চলচ্চিত্রকার রাকেশ শর্মাকে লাইফটাইম অ্যাচিভমেণ্ট প্রদান করেছে।
  • 16 আগস্ট 1997-এ প্রয়াত কিংবদন্তি কাওয়ালি শিল্পী নুসরাত ফতেহ আলি খানকে স্মরণ করা হল; তার 125 অ্যালবামের রেকর্ড রয়েছে।
  • অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ও কোচ Bob Simpson 89 বছর বয়েসে প্রয়াত হলেন; তিনি 1987 বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে জিতিয়েছিলেন।
  • নাগাল্যান্ডের রাজ্যপাল ও বিজেপি নেতা L. Ganesan, 80 বছর বয়সে প্রয়াত হলেন।

===== X =====

এই Daily Current Affairs in Bengali পোস্টটি যেসব সরকারী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা হল- SSC Current Affairs, Railway Current Affairs, UPSC Current Affairs, Banking PO Current Affairs, WBCS, Food Inspector, WB PSC Clerkship, WB School Service Exam, any national & state level exam প্রভৃতি।
Current Affairs : 17-18 August 2025 এর ফ্রী পিডিএফ ডাউনলোড করুন

Today Current Affairs in Bengali PDF

File Name: Daily CA 17-18 August 2025
File Type: PDF
Total Page: 1
File Size: 2 Mb
Download Link: এখানে ক্লিক করে ডাউনলোড করুন


Navigation: এই পোস্টটি আমাদের ওয়েবসাইট এর August 2025 Current Affairs -এর মধ্যে অন্তর্ভুক্ত যা  Today Current Affairs in Bengali, Current Affairs in Bengali 2025, Monthly Current Affairs in Bengali 2025 এই টপিক গুলি কভার করে।

===== ধন্যবাদ =====

আরও পড়ুন

You May Also Like

Loading...

Post a Comment

Previous Post Next Post