প্রিয় বন্ধুরা,
আজকের এই Daily Current Affairs Bengali পোস্টে 15-16 আগস্ট 2025 এর গুরুত্বপূর্ণ Current Affairs Bengali -তে শেয়ার করা হল যা আপনাদের বিভিন্ন Government Job এর পরীক্ষায় কাজে লাগবে। আপনাদের সুবিধার জন্য Daily Current Affairs in Bengali পোস্টটির ফ্রী পিডিএফ এই পোস্টটির শেষে Today Current Affairs in Bengali pdf এবং Current Affairs in Bengali pdf সেকশনে দেওয়া হল।

Current Affairs in Bengali : 15-16 August 2025
International Current Affairs: 15-16 August 2025
- সিন্ধু চুক্তি ইস্যু: সম্প্রতি ভারত সিন্ধু জল চুক্তি নিয়ে দৃঢ় অবস্থান নিয়েছে; সিন্ধু জল চুক্তি 1960 সালে ভারত-পাকিস্তানের মধ্যে World Bank -এর মধ্যস্থতায় স্বাক্ষরিত।
National Current Affairs: 15-16 August 2025
- ভারতের 79তম স্বাধীনতা দিবস: লালকেল্লায় প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে উদযাপিত হয় ভারতের 79তম স্বাধীনতা দিবস; যার থিম ছিল “Naya Bharat” আয়োজক IAF, পতাকা উত্তলনে সহায়তা করেন Flying Officer Rashika Sharma।
- সবচেয়ে দীর্ঘ ভাষণ: মোদী 103 মিনিটের ভাষণ দেন, যা এখন পর্যন্ত ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ভাষণ; ইন্দিরা গান্ধীর রেকর্ড ভেঙে 12 বার টানা ভাষণ দিয়েছেন।
- দীপাবলীতে GST রিফর্ম: সরকার চলতি বছরের দীপাবলীতে নতুন GST রিফর্ম করবে, MSME, বিক্রেতা ও উপভোক্তদের স্বস্তি দেবে।
- PM Rozgar Yojna: এর মাধমে প্রথমবার বেসরকারি চাকরিপ্রার্থীদের 15,000 ইন্টেনসিভ দেওয়া হবে; প্রথম লক্ষ 3.5 কোটি উপভোক্তা।
- Demography Mission: অবৈধ অনুপ্রবেশ ও জনসংখ্যা ভারসাম্যহীনতা মোকাবিলায় High Demographic Mission চালু হল।
State Current Affairs: 15-16 August 2025
- Manipur Patriot’s Day: 13 আগস্ট মণিপুর রাজ্য Patriot’s Day পালন করল, 1891 সালের Anglo-Manipuri যুদ্ধে শহিদদের স্মরণে।
- Tamil Nadu Kite Festival: 14 -17 আগস্ট International Kite Festival 2025 আয়োজন করবে তামিলনাড়ু।
Sports Current Affairs: 15-16 August 2025
- Vece Paes (ভেস পায়েস) Passes Away: প্রাক্তন হকি অলিম্পিয়ান ও Leander Paes (লিয়েন্ডার পায়েস) এর পিতা প্রয়াত হয়েছেন; 1972 Munich (মিউনিখ) অলিম্পিকে ও 1971 বিশ্বকাপে ব্রোঞ্জ জিতেছিলেন।
Appointment Current Affairs: 15-16 August 2025
- Rajiv Pratap Rudy (রাজীব প্রতাপ রুডী): সম্প্রতি ইনি Constitution Club of India (কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া) -এর General Secretary (Administration) পদে বহাল হলেন।
Defence Current Affairs: 15-16 August 2025
- Mission Sudarshan Chakra: প্রধানমন্ত্রী S-400 ব্যবহারে, প্রতিরক্ষা শক্তিশালী করতে নতুন মিশন ঘোষণা করেছেন যার নাম Mission Sudarshan Chakra; পাঠানকোট, শিলিগুড়ি করিডর ও পশ্চিম সীমান্তে মোতায়েন।
Science & Technology Current Affairs: 15-16 August 2025
- SabhaSaar AI Tool: গ্রাম সভার মিনিটস তৈরির জন্য AI-Powered Tool চালু হল, Bhashini Translation Platform -এর সঙ্গে সংযুক্ত।
- TRAI Rating Framework: ডিজিটাল সংযোগ মূল্যায়নে TRAI Property Rating System চালু করেছে; এতে ফাইবার, মোবাইল কভারেজ ও ব্রডব্যান্ড যাচাই হবে।
Awards Current Affairs: 15-16 August 2025
- স্বাধীনতা দিবসের জন্য মাননীয়া রাষ্ট্রপতি কয়েকটি পুরস্কার অনুমোদন করেছেন সেগুলি হল- 127 Gallantry Awards, 40 Distinguished Service Awards – Armed Force এবং CRPF
Miscellaneous Current Affairs: 15-16 August 2025
- HECI -এর ঘোষণা: Higher Education of India (HECI) ঘোষণা করেন যে UGC, AICTE, NCTE এই শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে প্রতিস্থাপন (replace) করা হবে; যার লক্ষ্য বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা তৈরি।
===== X =====
এই Daily Current Affairs in Bengali পোস্টটি যেসব সরকারী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা হল- SSC Current Affairs, Railway Current Affairs, UPSC Current Affairs, Banking PO Current Affairs, WBCS, Food Inspector, WB PSC Clerkship, WB School Service Exam, any national & state level exam প্রভৃতি।
Navigation: এই পোস্টটি আমাদের ওয়েবসাইট এর August 2025 Current Affairs -এর মধ্যে অন্তর্ভুক্ত যা Today Current Affairs in Bengali, Current Affairs in Bengali 2025, Monthly Current Affairs in Bengali 2025 এই টপিক গুলি কভার করে।
===== ধন্যবাদ =====
আরও পড়ুন
You May Also Like
Loading...