👉 Free PDF Download Link এই পোস্টের শেষে দেওয়া আছে।

📢Daily Current Affairs - 4th Sep 2025
🌍International Current Affairs - 4th Sep 2025
1. UAE-এর শারজাহতে 15-17 সেপ্টেম্বর “We Are Inclusion” থিমে 18তম World Congress on Inclusion আয়োজিত হবে।
🇮🇳National Current Affairs - 4th Sep 2025
2. প্রধানমন্ত্রী মোদি ঝাড়খণ্ডের ফসল উৎসব Karm Puja উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
3. কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 22 সেপ্টেম্বর থেকে কার্যকরী দুই-স্ল্যাবের GST 2.0 ঘোষণা করলেন।
4. APEDA 100 টি কৃষি-খাদ্য স্টার্টআপকে সহায়তা ও 2030 সালের মধ্যে 50 বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যে শুরু করল BHARAT
5. কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তুলা কৃষকদের জন্য MSP-এর আওতায় Kapas Kisan App চালু করলেন।
🏞️State Current Affairs - 4th Sep 2025
6. বিহার মন্ত্রিসভা কিষানগঞ্জ, কাটিহার, রোহতাস সহ 7টি জেলায় 7 টি নতুন মেডিকেল কলেজ ও হাসপাতালের অনুমোদন করেছে।7. বিহারে মাদক ও নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয় মোকাবেলার জন্য নতুন Prohibition and State Narcotics Control Bureau ইউনিট স্থাপন করা হয়েছে।
8. অরুণাচল প্রদেশ 4 সেপ্টেম্বর ইটানগরে প্রথমবার North-East Aviation Summit-এর আয়োজন করেছে।
9. আসামে 2 সেপ্টেম্বর ভারতের প্রথম শকুন সংরক্ষণ পোর্টাল The Vulture Network চালু হলো।
💰Economy/Banking Current Affairs - 4th Sep 2025
10. GST 2.0 সংস্কারে 22 সেপ্টেম্বর থেকে 5% (প্রয়োজনীয়),18% (স্ট্যান্ডার্ড) ও 40% (লাক্সারি/ক্ষতিকর পণ্য) স্ল্যাব কার্যকর হবে।
🏅Sports Current Affairs - 4th Sep 2025
11. ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়ন প্রণব ভেঙ্কটেশ স্পেনের গ্র্যান্ডমাস্টার অ্যালান পিচটকে হারিয়ে UAE-তে Fujairah Global Superstars দাবা খেতাব জিতলেন।🏆Awards Current Affairs - 4th Sep 2025
12. লেখিকা অরুন্ধতী রায় কোচিতে “Mother Mary Comes to Me” স্মৃতিকথা প্রকাশ করলেন।🎯Daily Current Affairs in Bengali - MCQ (4th Sep 2025)
Q1. প্রধানমন্ত্রী যে কর্মা পূজার উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন, সেটি মূলত কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব?
Q2. সম্প্রতি চালু হওয়া 'Kapas Kisan' অ্যাপটি কোন পণ্যের চাষীদের জন্য তৈরি করা হয়েছে?
Q3. BHARATI উদ্যোগটি কোন সংস্থা চালু করেছে?
Q4. Arundhati Roy-এর সদ্য প্রকাশিত স্মৃতিকথার নাম কি?
Q5. ভারতের প্রথম শকুন সংরক্ষণ পোর্টাল, 'The Vulture Network', কোন রাজ্যে চালু করা হয়েছে?
Q6. কোন রাজ্য প্রথমবার North-East Aviation Summit-এর আয়োজন করছে?
Q7. Pranav Venkatesh যিনি Fujairah Global Superstars খেতাব জিতেছেন, তিনি কোন খেলার সাথে যুক্ত?
Q8. The 18th World Congress on Inclusion কোন শহরে অনুষ্ঠিত হবে?
Q9. বিহারে মাদক ও নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয় মোকাবেলার জন্য নতুন কোন ইউনিট স্থাপন করা হয়েছে?
Q10. GST কাউন্সিল তার কোন বৈঠকের পর GST 2.0 সংস্কার প্রকাশ করেছে?
📥Today Current Affairs Bengali PDF - 4th Sep 2025
File Type: PDF
Total Pages: 1
File Size: 47 KB
Download Link: 👉এখানে ক্লিক করে ডাউনলোড করুন