👉 Free PDF Download Link এই পোস্টের শেষে দেওয়া আছে।

📢Daily Current Affairs in Bengali - 03 Sep 2025
🌍International Current Affairs - 03 Sep 2025
1. ভারত কানাডার সঙ্গে একটি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (FTA) স্বাক্ষর করেছে।
2. জাপান পোস্ট ব্যাঙ্ক, 2026 সালের মধ্যে ব্লকচেইন-ভিত্তিক ডিজিটাল ইয়েন চালু করবে।
3. ভিয়েতনামের হানোইতে বার্ষিক ASEAN শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
4. যুক্তরাষ্ট্র Resolute Dragon মহড়ায়, Japan-এ টাইফুন মিসাইল সিস্টেম সাময়িকভাবে মোতায়েন করবে।
🇮🇳National Current Affairs - 03 Sep 2025
5. ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক অষ্টম প্রতিষ্ঠা দিবস পালন করল, যা প্রতিষ্ঠিত হয়েছিল 2018 সালে।
6. NCERT 65তম প্রতিষ্ঠা দিবসে Bal Vatika TV, Dikshya 2.0, ও Prashast 2.0 চালু করেছে।
7. কেন্দ্রীয় সরকার National Tribal Research Institute-এর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।
8. অরুণাচল প্রদেশে Lycodon Obamensis নামের নতুন প্রজাতির সাপ আবিষ্কৃত হয়েছে।
9. কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী, অর্জুন রাম মেঘওয়াল Bharatnatyam Festival-এর উদ্বোধন করেছেন।
10. আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় ‘Housing for All’ মিশন চালু করেছে।
11. Air Quality Life Index-এর রিপোর্ট অনুযায়ী দূষণে ভারতীয়দের আয়ু গড়ে 3.5 বছর কমছে।
🏞️State Current Affairs - 03 Sep 2025
12. উত্তরাখণ্ড সরকার অবসরপ্রাপ্ত অগ্নিবীরদের জন্য রাজ্যের চাকরিতে 10% সংরক্ষণের ঘোষণা করল।
13. দিল্লি মেট্রো দুর্গাবাই দেশমুখ সাউথ ক্যাম্পাসে শহরের প্রথম ভূগর্ভস্থ ইন্টারচেঞ্জ স্টেশন উদ্বোধন করেছে।
14. আসাম সরকার নারীদের ক্ষমতায়নের জন্য ‘Project Shakti’ চালু করেছে।
15. অরুণাচল প্রদেশের ভিজয়নগরে প্রথমবার Gastrochilus Pechei, Orchid নথিভুক্ত হলো।
16. Kerala Coconut Board চাষিদের সহায়তায় ₹45 করে চারাগাছে ভর্তুকি বাড়ালেন।
17. তেলেঙ্গানা 22–30 সেপ্টেম্বর Rio Carnival ধাঁচে Bathukamma উৎসব পালন করবে।
18. অন্ধ্রপ্রদেশে স্বর্ণমুখী নদী পুনরুজ্জীবনের জন্য Operation Swarna শুরু হয়েছে।
💰Economy/Banking Current Affairs - 03 Sep 2025
19. সিটি ইউনিয়ন ব্যাংক 120তম প্রতিষ্ঠা দিবস পালিত হল চেন্নাইতে।
20. রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া Payment Vision 2025 প্রতিবেদন প্রকাশ করেছে।
21. The Securities and Exchange Board of India (SEBI) একটি নতুন অ্যাপ SATYAM চালু করেছে।
🏅Sports Current Affairs - 03 Sep 2025
22. দিল্লি 2006 সালের পর, দ্বিতীয়বার 2026 সালে BWF World Championships আয়োজন করবে।
23. সম্প্রতি Oscar Piastri Dutch Grand Prix Race জিতেছেন।
24. অষ্ট্রেলিয়ান ফাস্ট বলার Mitchell Starc T20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
25. আফগানিস্তান ক্রিকেটার রাশিদ খান, T20 cricket-এ 165 উইকেট নিয়ে UAE-কে হারিয়ে শীর্ষ wicket-taker হলেন।
26. পাকিস্তানের Asif Ali আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
👔Appointments Current Affairs - 03 Sep 2025
27. Sanjay Singhal-কে সশস্ত্র সীমা বল (SSB)-এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে।
28. এয়ার মার্শাল Sanjiv Ghuratia, IAF Air Officer-in-Change (Maintenance) -এর প্রধান হিসেবে নিযুক্ত হলেন।
29. Dr. Deepak Mittal-কে UAE এর Ambassador of India হিসেবে নিযুক্ত করা হয়েছে।
🛡️Defence Current Affairs - 03 Sep 2025
30. ভারতীয় সেনাবাহিনী হিমালয়ে পরিকাঠামো প্রদানের জন্য ‘Project Himanshu’ চালু করেছে।
31. ভারতীয় সেনা Alaska-এ ভারত-আমেরিকা যৌথ মহড়া Yudh Abhyas 2025-এ যোগ দিতে রওনা দিয়েছে।
🔬Science & Tech Current Affairs - 03 Sep 2025
32. প্রধানমন্ত্রী, ISRO-র Vikram-32 দেশীয় মহাকাশ প্রসেসর চিপ Semicon India 2025 উদ্বোধন করেছেন।
33. ICMR ও AIIMS ব্রেইন ইনজুরি শনাক্তের পোর্টেবল যন্ত্র ‘CEREBO’ চালু করল। যা খুব দ্রুত মস্তিষ্কের ইনজুরি শনাক্ত করতে সক্ষম।
34. মহাকাশের শৈশব অধ্যয়নের জন্য ISRO-RRI চাঁদের কক্ষপথে PRATUSH টেলিস্কোপ প্রস্তাব করেছে।
35. Hindustan Institute-এর ছাত্ররা AI-ভিত্তিক কৃষি অ্যাপ তৈরি করে Infosys Hackathon জিতল।
🏆Awards Current Affairs - 03 Sep 2025
36. Dr. Ambedkar Foundation honoured SC/ST মেধাবী ছাত্রছাত্রীদের ‘জাতীয় মেধা পুরস্কার 2025’ প্রদান করল।
🔮Miscellaneous Current Affairs - 03 Sep 2025
37. দিল্লিতে ‘Sustainable Mountain Development’ বিষয়ক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
🎯Daily Current Affairs in Bengali - MCQ (03 Sep 2025)
Q1. সেমিকন ইন্ডিয়া 2025 সম্মেলনে উপস্থাপিত ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি 32-বিট মাইক্রোপ্রসেসর চিপের নাম কী?
Q2. সম্প্রতি রমন রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীদের দ্বারা প্রস্তাবিত PRATUSH কী?
Q3. অন্ধ্রপ্রদেশের কোন নদীকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে তিরুপতি নগর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা চালু করা অপারেশন Swarna?
Q4. সম্প্রতি কাকে UAE তে Ambassador of India হিসেবে নিযুক্ত করা হল?
Q5. স্বশস্ত্র সীমা বলের নতুন ডিরেক্টর জেনেরাল হিসেবে কাকে নিযুক্ত করা হল?
Q6. ICMR-এর উদ্ভাবিত ব্রেন ইনজুরি শনাক্তকারী যন্ত্রটির নাম কী?
Q7. সম্প্রতি কোন রাজ্য অবসরপ্রাপ্ত অগ্নিবীরদের জন্য 10% চাকরি সংরক্ষণ ঘোষণা করেছে?
Q8. ২০২৫ ইনফোসিস গ্লোবাল হ্যাকাথন কোন প্রতিষ্ঠানের ছাত্ররা জিতেছে?
Q9. সম্প্রতি পাকিস্তানের কোন ক্রিকেটর আন্তর্জাতিক ক্রিকেট খেলা থেকে অবসর নিয়েছে?
Q10. ভারত-আমেরিকা যৌথ মহড়া ‘যুদ্ধ অভ্যাস ২০২৫’ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
📥Today Current Affairs Bengali PDF - 03 Sep 2025
File Type: PDF
Total Pages: 2
File Size: 58 KB
Download Link: 👉এখানে ক্লিক করে ডাউনলোড করুন