পূর্বপাঠের পুনরালোচনা নিজে করি 1.1 - সপ্তম শ্রেণীর গণিত প্রভা সমাধান - Ganit Prabha Class 7 Solution WBBSE

এই পোস্টে সপ্তম শ্রেণীর গণিত প্রভা পাঠ্যপুস্তকের পূর্বপাঠের পুনরালোচনা অধ্যায়তে মোট 2টি  নিজে করি রয়েছে। এর মধ্যে নিজে করি 1.1 -এর সমাধান দেওয়া হল যেখানে মোট 12টি অংক রয়েছে। পোস্টটি মূলত বাংলা মধ্যমের শিক্ষার্থীদের জন্য। পোস্টটি পড়তে কোন রকম অসুবিধা হলে  যোগাযোগ করুন।
পূর্বপাঠের পুনরালোচনা নিজে করি 1.1 - সপ্তম শ্রেণীর গণিত প্রভা সমাধান - Ganit Prabha Class 7 Solution

নিজে করি - 1.1

1) 1 টাকার$\frac{1}{2}$অংশ = $\square$ পয়সা

100 পয়সা$\times$$\frac{1}{2}$ = 50 পয়সা

2) 1 বছরের $\frac{1}{4}$ অংশ = $\square$ মাস

12 মাস$\times$$\frac{1}{4}$ = 3 মাস

3) 4 টাকার$\frac{5}{8}$ অংশ = $\square$ টাকা $\square$ পয়সা

400 পয়সা$\times$$\frac{5}{8}$ = 250 পয়সা = 2 টাকা 50 পয়সা

4) 2 কিলোগ্রামের$\frac{1}{5}$ অংশ = $\square$ গ্রাম

2000 গ্রাম$\times\frac{1}{5}$ = 400 গ্রাম

5) 5 লিটার 2 ডেসিলিটারের $\frac{1}{2}$ অংশ = $\square$ লিটার $\square$ ডেসিলিটার

52 ডেসিলিটার$\times\frac{1}{2}$ = 26 ডেসিলিটার = 2 লিটার 6 ডেসিলিটার

6) একটি সংখ্যার $\frac{1}{3}$ অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। সংখ্যাটি কত হবে হিসাব করি।

সংখ্যাটি$\times\frac{1}{3}$+20 = 35
সংখ্যাটি$\times\frac{1}{3}$ = 35-20
সংখ্যাটি= $15\times3$
$\therefore$ সংখ্যাটি হল= 45

7) হিসাব করে দেখি $\frac{5}{7}$ এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাব।

$\frac{5}{7}\times2$ + সংখ্যা = 3
$\frac{10}{7}$+ সংখ্যা = 3
সংখ্যা = $3-\frac{10}{7}$
সংখ্যা = $\frac{11}{7}$= $1\frac{4}{7}$

8) $\frac{5}{7}$এর সঙ্গে কত গুণ করলে 4 পাব।

$4\div\frac{5}{7}=4\times\frac{7}{5}=\frac{28}{5}=5\frac{3}{5}$
$\therefore\frac{5}{7}$ এর সাথে $5\frac{3}{5}$গুণ করলে 4 পাব।

9) $\frac{2}{3}$,$\frac{4}{5}$ও$\frac{2}{3}\times\frac{4}{5}$ এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করে দেখি।

$\frac{2}{3}$,$\frac{4}{5}$,$\frac{8}{15}$ [3,5,15 এর ল.সা. গু.=15]

$\frac{2}{3}=\frac{2\times5}{3\times5}=\frac{10}{15}$

$\frac{4}{5}=\frac{4\times3}{5\times3}=\frac{12}{15}$

$\frac{8}{15}=\frac{8\times1}{15\times1}=\frac{8}{15}$

$\therefore$ সবচেয়ে ছোট সংখ্যাটি হল $\frac{8}{15}$ অর্থাৎ $\frac{2}{3}\times\frac{4}{5}$ 

10) $\frac{5}{2}$,$\frac{7}{3}$ও$\frac{5}{2}\times\frac{7}{3}$ এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসাব করে দেখি।

$\frac{5}{2}$,$\frac{7}{3}$,$\frac{35}{6}$ [2,3,6 এর ল.সা. গু.=6]

$\frac{5}{2}=\frac{5\times3}{2\times3}=\frac{15}{6}$

$\frac{7}{3}=\frac{7\times2}{3\times2}=\frac{14}{6}$

$\frac{35}{6}=\frac{35\times1}{6\times1}=\frac{35}{6}$

$\therefore$ সবচেয়ে বড় সংখ্যাটি হল $\frac{35}{6}$ অর্থাৎ $\frac{5}{2}\times\frac{7}{3}$

11) একটি সংখ্যার চারগুণ ও ঐ সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি $1\frac{2}{3}$ হয়। সংখ্যাটি কত হবে হিসাব করে দেখি।

মনে করি সংখ্যাটি হল $\varkappa$
সংখ্যটির চারগুণ = $\varkappa\times4=4\varkappa$
সংখ্যটির অর্ধেক = $\varkappa\times\frac{1}{2}=\frac{\varkappa}{2}$
প্রশ্ন অনুসারে,
বা, $4\varkappa+\frac{\varkappa}{2}=1\frac{2}{3}$
বা, $\frac{8\varkappa+\varkappa}{2}=\frac{5}{3}$
বা, $9\varkappa=\frac{5\times2}{3}$
বা, $\varkappa=\frac{5\times2}{3\times9}$
বা, $\varkappa=\frac{10}{27}$
$\therefore$ সংখ্যাটি হল $\frac{10}{27}$

12) $\left(\frac{1}{2}-\frac{1}{3}\right)$ ভগ্নাংশটি $\left(\frac{1}{2}+\frac{1}{3}\right)$ এর মধ্যে কত বার আছে হিসাব করে লিখি।

$\left(\frac{1}{2}-\frac{1}{3}\right)=\frac{3-2}{6}=\frac{1}{6}$

$\left(\frac{1}{2}+\frac{1}{3}\right)=\frac{3+2}{6}=\frac{5}{6}$

$\frac{5}{6}\div\frac{1}{6}$ = $\frac{5}{6}\times\frac{6}{1}$ =5

$\therefore$ $\left(\frac{1}{2}-\frac{1}{3}\right)$ ভগ্নাংশটি $\left(\frac{1}{2}+\frac{1}{3}\right)$ এর মধ্যে 5 বার আছে।

Ganit Prabha Class 7 Chapter 1 সমাধানগুলি দরকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন।
Nije Kori 1.1 Class 7 এর সমাধানে কোন প্রকার ভুল বা সমস্যার জন্য যোগাযোগ করুন।

You May Also Like

Loading...

Post a Comment

Previous Post Next Post