13 August 2025 - Current Affairs Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

সকল প্রকার সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রয়োজনীয় কারেন্ট অ্যাফেয়ার্স।
Current Affairs in Bengali - 13 August 2025

Current Affairs in Bengali - 13 August 2025


International Current Affairs - 13 August 2025
  1. 2025 সালে Numbeo Safety Index -এ ভারতের স্থান 67 তম; এই নিয়ে নবম বার  Abu Dhabi প্রথম স্থান অধিকার করেছে।
  2. চীনের Nushu Script মহিলাদের মধ্যে নতুন করে জনপ্রিয়তা পাচ্ছে।
  3. আমেরিকা “বেলুচিস্তান লিবারেশন আর্মি” (Balochistan Liberation Army) কে বিদেশি সন্ত্রাসী সংগঠন (Foreign Terrorist Organisation) হিসেবে ঘোষণা করেছে।
National Current Affairs - 13 August 2025
  1. আজ World Organ Donation Day 2025; যার থিম “Answering the Call”
  2. আজ International Left-Handers Day 2025 উদযাপিত হয়েছে।
  3. I.S.R.O. এর জনক Dr. Vikram Sarabhai -এর আজ জন্মদিন।
  4. KSFE ₹1 লক্ষ কোটি টাকার টার্নওভার অতিক্রম করা ভারতের প্রথম Miscellaneous NBFC হিসেবে পরিচয় পেলো।
  5. প্রযুক্তি শিক্ষার উন্নয়নে ₹4,200কোটি টাকার MERITE প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার।
  6. Ministry of Culture নয়াদিল্লিতে Har Ghar Tiranga অভিযানে তিরঙ্গা বাইক র‍্যালি আয়োজন করেছে।
  7. Supreme Court of India সম্প্রতি “Talaq-e-Hasan” প্রথা চ্যালেঞ্জ করা পিটিশন শুনতে সম্মত হয়েছে।
  8. লোকসভায় 1961 সালের Income Tax Act বদল করে নতুন Income Tax Act Bill পাস হয়েছে।
  9. National Anubhav Awards 2025 অবসরপ্রাপ্ত কর্মীদের সম্মান জানাতে 18 ই আগস্ট অনুষ্ঠিত হবে।
State Current Affairs - 13 August 2025
  1. আসামের অপারেশন Falcon 42 টি গন্ডার শিকারীকে গ্রেপ্তার করে 2025 -এ শুন্য হত্যাকান্ড নিশ্চিত করেছে।
  2. তেলেঙ্গানার Kagaznagar অরণ্যে বিরল Blue Pinkgill Mushroom এর আবিষ্কৃত হয়েছে।
Economy Current Affairs - 13 August 2025
  1. NRI এর জন্য IDFC First চালু করলো RemitFIRST2India ডিজিটাল প্লাটফর্ম।
  2. SCDCC Bank 23 তম বার Apex Bank পুরস্কার জিতেছে।
Sports Current Affairs - 13 August 2025
  1. Devid Warner Virat Kohli কে ছাড়িয়ে T-20 ক্রিকিটে 5ম Highest Run-Scorer হয়েছেন।

Daily Current Affairs in Bengali, Current Affairs Bengali, Current Affairs Today, Current Affairs 2025, বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন