সকল প্রকার সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রয়োজনীয় কারেন্ট অ্যাফেয়ার্স।

Current Affairs in Bengali - 13 August 2025
International Current Affairs - 13 August 2025
- 2025 সালে Numbeo Safety Index -এ ভারতের স্থান 67 তম; এই নিয়ে নবম বার Abu Dhabi প্রথম স্থান অধিকার করেছে।
- চীনের Nushu Script মহিলাদের মধ্যে নতুন করে জনপ্রিয়তা পাচ্ছে।
- আমেরিকা “বেলুচিস্তান লিবারেশন আর্মি” (Balochistan Liberation Army) কে বিদেশি সন্ত্রাসী সংগঠন (Foreign Terrorist Organisation) হিসেবে ঘোষণা করেছে।
National Current Affairs - 13 August 2025
- আজ World Organ Donation Day 2025; যার থিম “Answering the Call”
- আজ International Left-Handers Day 2025 উদযাপিত হয়েছে।
- I.S.R.O. এর জনক Dr. Vikram Sarabhai -এর আজ জন্মদিন।
- KSFE ₹1 লক্ষ কোটি টাকার টার্নওভার অতিক্রম করা ভারতের প্রথম Miscellaneous NBFC হিসেবে পরিচয় পেলো।
- প্রযুক্তি শিক্ষার উন্নয়নে ₹4,200কোটি টাকার MERITE প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার।
- Ministry of Culture নয়াদিল্লিতে Har Ghar Tiranga অভিযানে তিরঙ্গা বাইক র্যালি আয়োজন করেছে।
- Supreme Court of India সম্প্রতি “Talaq-e-Hasan” প্রথা চ্যালেঞ্জ করা পিটিশন শুনতে সম্মত হয়েছে।
- লোকসভায় 1961 সালের Income Tax Act বদল করে নতুন Income Tax Act Bill পাস হয়েছে।
- National Anubhav Awards 2025 অবসরপ্রাপ্ত কর্মীদের সম্মান জানাতে 18 ই আগস্ট অনুষ্ঠিত হবে।
State Current Affairs - 13 August 2025
- আসামের অপারেশন Falcon 42 টি গন্ডার শিকারীকে গ্রেপ্তার করে 2025 -এ শুন্য হত্যাকান্ড নিশ্চিত করেছে।
- তেলেঙ্গানার Kagaznagar অরণ্যে বিরল Blue Pinkgill Mushroom এর আবিষ্কৃত হয়েছে।
Economy Current Affairs - 13 August 2025
- NRI এর জন্য IDFC First চালু করলো RemitFIRST2India ডিজিটাল প্লাটফর্ম।
- SCDCC Bank 23 তম বার Apex Bank পুরস্কার জিতেছে।
Sports Current Affairs - 13 August 2025
- Devid Warner Virat Kohli কে ছাড়িয়ে T-20 ক্রিকিটে 5ম Highest Run-Scorer হয়েছেন।
Daily Current Affairs in Bengali, Current Affairs Bengali, Current Affairs Today, Current Affairs 2025, বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স